ভ্রাম্যমাণ প্রতিনিধি, ওমর ফারুক আকন্দ : গতকাল দুপুরে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়নের চকদিগা গ্রামে আলী হোসেন (৫৫) নামে এক ব্যক্তি বৈদ্যুতিক শকে মৃত্যু হয়েছে।
নিহত আলী হোসেন চকদিগা এলাকার মরহুম মাছুম আলীর ছেলে। জানা যায়, গতকাল দুপুরে নিজ বাড়ির মটরপাম্প চালু করতে গিয়ে বৈদ্যুতিক শকে তার মৃত্যু হয়।