স্টাফ রিপোর্টার :
ভৈরবে বৈষম্যবিরোধী মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আহাদ ভুঁইয়ার (৩৫) বাড়ি ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামে। তাকে গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গ্রেফতার করে। গোপনসূত্রে খবর পেয়ে তাকে ভৈরব বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই দুপুর ২টার দিকে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এবং বিকাল ৪টার দিকে কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমছিল বের হয়। উভয় মিছিলেই কতিপয় দুষ্কৃতকারী আন্দোলনরুত ছাত্র-জনতার ওপর হামলা চালালে বেশ কিছু লোক আহত হন।
এ ব্যাপারে মামুন মিয়া বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন-২০১৯ সহ দণ্ডবিধির কয়েকটি ধারায় ভৈরব থানায় একটি মামলা (ভৈরব থানার মামলা নং-৬, তারিখ ০৭/০৯/২০২৪ খ্রি.) দায়ের করেন। আহাদ ভুঁইয়া উক্ত মালার এজাহারনামীয় আসামি।
র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম, সেবা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।