স্টাফ রিপোর্টার, কুলিয়ারচর, মো. নাঈমুজ্জামান নাঈম : কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালিগালাজ করেছেন হৃদয় মিয়া (২৮) নামের এক সিএনজি চালক। ঘটনাটি ঘটেছে গতকাল কুলিয়ারচরে। ভুক্তভোগী হৃদয় মিয়া পেশায় একজন সিএনজি চালক। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার মৃত আনোয়ারের ছেলে ।
সরেজমিনে গিয়ে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক ৯টার দিকে হৃদয় মিয়ার মায়ের ঘরে রাখা সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে যায়। যার বাজারম‚ল্য ৫ হাজার টাকা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে একটি মাইক ও সিএনজি ভাড়া করে বিভিন্ন জায়গায় ঘুরে চোরকে গালিগালাজ করেন।
ভুক্তভোগী হৃদয় মিয়া বলেন, আমি গরিব অসহায় মানুষ। আমার তিন ছেলে-মেয়ে। ভাড়ায় সিএনজি চালাই। প্রতিদিন মহাজনকে ভাড়া দিতে হয়।
সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে যাওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। চুরি হওয়ার পর অনেকের দ্বারে দ্বারে ঘুরে হাতে-পায়ে ধরেছি, কিন্তু কেউ কোনো খোঁজখবর দেয়নি। তাই মাইক ভাড়া করে এনে নিজের ক্ষোভ মেটাতে ইচ্ছামতো চোরদের গালিগালাজ করেছি। তিনি বলেন, এরজন্য কেউ কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী।
এ ঘটনায় হৃদয়ের মা অরুনা বেগম বলেন, বাপ মারা যাওয়ার পর থেকেই সংসারে অভাব-অনটন দ‚র হচ্ছে না। আনতে পারলে খায়, না আনতে পারলে স্ত্রী-ছেলেমেয়ে নিয়ে উপোস থাকে। এর আগেও সিএনজি’র ব্যাটারি চুরি হওয়ার পর ধারদেনা করে ব্যাটারি কেনা হয়। এরই মধ্যে আবারও সিএনজি’র ব্যাটারি চুরি হয়ে গেছে। দুইদিন যাবত গাড়ি বন্ধ। এখন কোথা থেকে ব্যাটারির টাকা সংগ্রহ করবে, আর কেমনে সংসার চালাবে। একথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
এ বিষয়ে মানিকদী চৌমুড়ী বাজারের নাবিল মাইক সার্ভিস ও ইলেকট্রনিকস দোকানের মালিক মো. আবেদ উল্লাহ বলেন, সকালে এক ব্যক্তি পাগলের মতো এসে মাইক ভাড়া চায়। প্রথমে আমি দিতে রাজি হয়নি, পরে অনেকের অনুরোধে ভাড়া দেই। তারপর দেখি মাইক দিয়ে সে চোরকে গালিগালাজ করছে।
সিএনজির মালিক মাসুদ মিয়া বলেন, হৃদয় আমার গাড়ি চালায়, দৈনিক সাড়ে চারশো টাকা ভাড়া দেয়। চুরির ঘটনাটি শুনেছি কিন্তু আমার পক্ষে তো তেমন কিছু করার নেই। আমি বড়জোর তার কয়েকদিনের ভাড়া মওকুফ করতে পারি।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিন বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।