স্টাফ রিপোর্টার (মিঠামইন), কিশোরগঞ্জ : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে মিঠামইন উপজেলায় গত ২৯ মে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল নির্বাচন। এই নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে বিজয়ী হয়েছেন আছিয়া আলম। তিনি সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদের ছোট বোন। তিনি ‘হাওর মাতা’ হিসেবে পরিচত।
উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বে ২ বার মিঠামইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি স্বর্ণপদকও পেয়েছেন। দ্বিতীয় বারের মতো মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করে ভোট পেয়েছেন ২৩,৫৫৯। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীকে বোরহান উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৩,৫৬৪ ভোট। প্রতিদ্ব›দ্বী এলাকায় প্রচার চালাচ্ছেন, সাবেক রাষ্ট্রপতির প্রভাবে আছিয়া আলম নির্বাচনে জিতেছেন।
আছিয়া আলম বলেন, আমার ভাই সাবেক রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ, আমার ভাইয়ের ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক বর্তমান সংসদ সদস্য। অপর ভাইয়ের ছেলে মিঠামইন সদরের ৩ বারের নির্বাচিত চেয়ারম্যান। আমরা নিজেদের অর্জনে বার বার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমি আমার ভাই, ভাতিজার পরিচয়ে নির্বাচনে জয়লাভ করিনি। আমাদের পরিবারের প্রতি জনগণের আস্তা ও বিশ্বাস রয়েছে বলেই বার বার নির্বাচিত করে আসছেন।
তিনি বলেন, দুঃখের বিষয় নির্বাচনের সময় যারা এসব অপপ্রচার চালিয়েছেন তারা হয়তো জানেন না সাবেক রাষ্ট্রপতি ও এম,পি কেউ-ই নির্বাচনের সময় এলাকায় আসেননি। ভবিষ্যতে এধরণের অপপ্রচার থেকে বিরত থাকার আহŸান জানান। তিনি আরও বলেন, অনেক জায়গায় পোস্টার ব্যানার, এমনকি লিফলেটও দিতে পারিনি।
ভোটারদের কোনো আপ্যায়ণও করতে পারেনি। তবুও ভোটাররা আমার সততা ও উন্নয়নে আস্থা রেখে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি এলাকার উন্নয়নের জন্য জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার করছি। মিঠামইন উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলবো। আপনারা আমার পাশে থাকবেন।