জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কিশোরগঞ্জের ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর দুপুর ২টার দিকে ভৈরবের সর্বস্তরের জনগণের আয়োজনে জামে-মসজিদ এর সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাআত ভৈরব উপজেলার সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শফিকুল ইসলাম সাজু ও শাহরিয়ার কাদরিরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি মজিবুর রহমান, ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মাসুম বিল্লাহ,
বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হাজী মোঃ রুবেল হোসেন, পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মীর মোঃ রাজন আহমেদ, এল এস ডি মসজিদের খতিব আল্লামা হাবিবুর রহমান নিজামী, গাউছিয়া জামে মসজিদের খতিব আল্লামা জসিম উদ্দিন মোজাহেদি, গোলাপ মিয়ার বাড়ির মসজিদের খতিব হাফেজ রহমতুল্লাহ সালেহি, জমির উদ্দিন মুন্সী বাড়ির মসজিদের ইমাম হাফেজ বাহার আশরাফি, লক্ষীপুর মসজিদের খতিব আল্লামা মোবাশ্বির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চলতি মাসের শুরুর দিকে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সাঃ) এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন। এতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপির সাংসদ বিধায়ক নিতেশ রানা। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রæত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।
বক্তারা আরোও বলেন পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সাঃ)-কে চরম অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। তাঁকে অপমান করার মানে হলো সারা বিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করা। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শান্তি কার্যকর করার জন্য ভারত সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।