এফএনএস : সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ২ টেস্ট ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করার কথা ছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়। তবে বাংলাদেশের সিরিজ চলাকালীন ভেন্যু সংস্কারের কাজ চলবে সেই স্টেডিয়ামে। এ কারণেই ম্যাচটি সরিয়ে নেয়া হয়েছে গোয়ালিয়রে। এবার সেই ম্যাচকে ঘিরেই তৈরি হয়েছে শঙ্কা। সম্প্রতি শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয়েছে বাংলাদেশে।
দেশটির বর্তমান রাজনৈতিক অস্থিরতায় আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি হয়েছে। এমন অবস্থায় দেশের সংখ্যালঘু স¤প্রদায়ের উপর হামলার কিছু খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের গোয়ালিয়রের হিন্দু গোষ্ঠী সেই হামলার প্রতিবাদ জানিয়ে ভারত-বাংলাদেশ ম্যাচ বাতিলের হুমকি দিয়েছে। সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দুটি টেস্ট আর অক্টোবরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।
৬ অক্টোবরে গোয়ালিয়রে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নিয়ে শঙ্কার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম ফ্রি প্রেস জার্নাল। এই সংবাদ মাধ্যমের টুইটারে এই সম্পর্কিত ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায় গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য এই ম্যাচ বাতিলের দাবি জানিয়েছে ভারতের হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা।
হিন্দু মহাসভার সহ-সভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ সাংবাদিকদের জানিয়েছেন তারা এই ম্যাচ বাতিলের সবরকমের চেষ্টা করবে। এমনকি শেষ পর্যন্ত এই ম্যাচের আয়োজন করলে তারা হামলারও হুমকি দিয়েছে। হিন্দু মহাসভার জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ বলেছেন, ‘‘একদিকে বাংলাদেশে হিন্দুদের গণহত্যা করা হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, নারীদের ওপর নির্যাতন করা হচ্ছে, অন্যদিকে আপনি বাংলাদেশের খেলোয়াড়দের ভারতে আমন্ত্রণ জানাচ্ছেন।
এটা বিশ্বাসঘাতকতা। যদি বাংলাদেশের সাথে ম্যাচ হয়, এটা মোটেও বরদাস্ত করা হবে না।’’ জয়বীর ভরদ্বাজ গোয়ালিয়রে অনুষ্ঠিতব্য বাংলাদেশের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ১৫ দিন সময় দিয়েছে। তিনি বলেন, ‘‘যদি এখানে বাংলাদেশ দলের খেলা হয় তাহলে আমরা কালো পতাকা নিয়ে প্রতিবাদ করব’’।