প্রতিনিধি করিমগঞ্জ : করিমগঞ্জের উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিট মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মারা গেছেন। (ইন্নালিল্লাহি…………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
গতকাল সকাল সাড়ে ১১টার সময় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উরদিঘী (মরিচখালী) বাজার বণিক ও ভিট মালিক সমিতির সাবেক সদস্য সচিব দিলোয়ার হোসাইন নানক।
মরহুমের ছেলে উরদিঘী (মরিচখালী) বাজার ব্যবসায়ী আল আমিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের ছেলে আল আমিন বলেন, মাগরিব নামাজের পর উরদিঘী দাখিল মাদরাসা মাঠে তার জানাজা শেষে মরিচখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।