করিমগঞ্জ সংবাদদাতা : ভূইয়া এগ্রো ড্রীম পার্কের সহযোগিতায় একতা স্পোটিং ক্লাবের উদোগে ৪র্থ বার্ষিক মিনি ফুটবল টুর্নামেনট ২০২৪’র উদ্ভোধন করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টয় ভূইয়া এগ্রো ড্রীম পার্ক করিমগঞ্জ খেলার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বিগত বছরের ন্যায় এবারো এক জমকালো আয়োজনের মধ্যে দিয়ে উক্ত টুর্নামেন্টের উদ্ভোধন হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূইয়া এগ্রো ড্রীম পার্কের স্বত্ত¡াধিকারী এরফান ভূইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ এমরান আলী ভূইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যাকতিবর্গ। প্রধান অতিথি বলেন, ফুটবল খেলা যেমন আনন্দ বিনোদন দিয়ে যুব সমাজকে বাজে নেশা থেকে দূরে রাখে ঠিক তেমনি ভূইয়া এগ্রো ড্রীম পার্ক হবে আনন্দ বিনোদনের প্রাকৃতিক স্থান। এজন্য এখানে গড়ে তুলা হচ্ছে বিভিন্ন এগ্রো প্রকলপ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ এমরান ভূইয়া বলেন, আমি একজন ফুটবল প্রেমি তাই ফুটবল আমার প্রাণ। তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করতে বিভিন্ন উদোগ নেওয়া হবে। টুর্নামেন্টে ১৪ টি দল অংশ গ্রহণ করছে। প্রথম খেলায় অংশ গ্রহণ করে ছয়না সপোটিং ক্লাব বনাম পাঠান পাড়া একতা ক্লাব।