স্টাফ রিপোর্টার : ভূমি অধিগ্রহণের পৌণে চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তাসহ মোট ১২ জনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার(৯ জুলাই) দুর্নীতি দমন কমিশন(দুদক) কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহাথীর মোহাম্মদ সামী বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় যাদের আসামি করা হয়েছে এরা হলেন- জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব সেতাফুল ইসলাম, জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের সাবেক অডিটর মো. সৈয়দুজ্জামান, আবদুল্লাহ আল মামুন, এ কে আল মামুন, মো. কামরুজ্জামান, মো. জাহাঙ্গীর আলম, মো. আনিছুর রহমান, মোহাম্মদ মাহমুদ হোসেন শিমুল, রায়হানউদ্দিন, জিলন খান, আবুল কালাম ও আব্দুল হামিদ।
এজাহারসূত্রে জানা যায়, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে ভৈরব, বাজিতপুর ও অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারিভাবে ভূমি অধিগ্রহণ করা হয়। কিন্তু পরবর্তীতে আসামিরা পারস্পরিক যোগসাজশে ভূমির প্রকৃত মালিকদের টাকা পরিশোধ না করে চেকের মাধ্যমে উত্তোলন করে নিজেরাই মোট ৩ কোটি ৭৯ লাখ টাকা আত্মসাৎ করেন। দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তীতে একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তশেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।