মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

ভৈরবের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত অর্ধশতাধিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪ Time View

প্রতিনিধি, ভৈরব, জামাল আহমেদ : ভৈরবে একই গ্রামের সাবেক ও বর্তমান চেয়ারম্যানের দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মো. কাইয়ুম (৫১) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় উভয়পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে বেশ কিছু বাড়ি-ঘরে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে বারটার দিকে ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালায়। সংঘর্ষে ১ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে ভৈরব থানার ওসি (তদন্ত) মো. শাহিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আহতদের মাঝে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ২২জন এবং অন্যান্য আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। ফের সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, মৌটুপি গ্রামের সরকার বাড়ির ইউপি চেয়ারম্যান এবং মো. শাফায়েত উল্লাহ সমর্থক ও একই গ্রামের কর্তা বাড়ির সাবেক ও চেয়ারম্যান বিএনপি নেতা মো. তোফাজ্জল হকের সমর্থকদের মাঝে দীর্ঘ ৫৬বছর যাবৎ বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে দুইপক্ষের মাঝে ফের সংঘর্ষ বাধে।

এবিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, মৌটুপি গ্রামের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। ১০জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল ও সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো রোগী আসছে বলেও জানান তিনি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty