প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে আবারও দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে সরকার বংশ ও কর্তা বংশের মধ্যে পূর্ব শত্রুতা ও গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝগড়ার সৃষ্টি হয়।
এসময় দেশীয় অস্ত্র দা, লাঠি, বল্লম, ইট-পাটকেল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) উভয় পক্ষের সংঘর্ষ চলছিল। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর এই গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সরকার বাড়ীর কাইয়ূম মিয়া (৪৫) নিহত ও অর্ধশত আহত হয়। তার আগে গত ১৪ সেপ্টেম্বর দুই পক্ষের সংঘর্ষে সরকার বাড়ীর ইকবাল মিয়া (২৯) নিহত ও ৩০ জন আহত হয়েছিল।
মৌটুপি গ্রামে সরকার বংশের নেতৃত্ব দেন বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ সাফায়েত উল্লা এবং কর্তা বংশের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ তোফাজ্জল হক।
এই গ্রামে গত ৫৪ বছর যাবৎ আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রæতার জেরে ১৭ জন খুন হয়েছে এবং আহত হয়েছে কয়েকশ’। এছাড়া এসব ঘটনায় এপর্যন্ত শতাধিক মামলায় আসামি হয়েছে ৫/৭শ’ মানুষ। সংঘর্ষ বাধঁলেই তারা বাড়ী-ঘর ভাংচুর-লুটপাট করে থাকে। আইনশৃংখলা বাহিনী পর্যন্ত তাদের দমন করতে পারেনা।
এবিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে।