ভৈরব প্রতিনিধি, জামাল আহমেদ :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ও মধ্যেরচর গ্রামের নেতৃবৃন্দের উদ্যোগে গতকাল শুক্রবার দুপুরে ১২০ জন দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা আমীর মাওলানা মোঃ কবির হোসাইন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা মোঃ আব্দুল মতিন, বায়তুল সম্পাদক আজিজুল হক, শূরা ও কর্মপরিষদ সদস্য প্রফেসর ডা. হাবিবুর রহমান, শিমুলকান্দি ইউনিয়ন সভাপতি আব্দুল কাদির, সেক্রেটারি মাসুদ বিন মুসলিম, ৬নং ওয়ার্ড সভাপতি নূরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ি ও জামায়াত নেতা মোঃ রাজিব মাহমুদ।