প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম (৫২) কে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা আটকের পর তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১২টায় পৌর শহরের কমলপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ অভিযানে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র্যাব ক্যাম্প স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আশরাফুল আলম পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ডটির আওয়ামী লীগের সভাপতি। তিনি জগন্নাথপুর এলাকার দুলাল মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আশরাফুল আলমকে আসামি করে জগন্নাথপুর এলাকার বাসিন্দা ও আন্দোলনে আহত মামুন মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এজাহার নামীয় ও ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জনান র্যাব।