প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাতে চিহ্নিত দুই ছিনতাইকারী আটক হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেঘনা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ভৈরবপুর উত্তর পাড়ার বাচ্চু মিয়ার ছেলে ইফরান (২০) ও একই এলাকার শিশু মিয়ার ছেলে রতন মিয়া (১৯)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকার সকালে পৌর শহরের মুচি পাড়া সংলগ্ন বালুর মাঠ থেকে রাজীব বর্মন নামে এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ভৈরব বাজার শহর ফাঁড়িতে অভিযোগে দেন রাজীব বর্মণ।
অভিযোগের ভিত্তিতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (নিরস্ত্র) মো. আয়ান মাহমদের নেতৃত্বে এটিএসআই সাইফুল ইসলামের সঙ্গীয় ফোর্স নিয়ে ছিনতাইকারী দুইজনকে আটক করা হয়। এদিকে কুখ্যাত দুই ছিনতাইকারী আটকের সংবাদে ভুক্তভোগী জনতার মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসমত উল্লাহ বলেন, ভৈরবে ছিনতাই নির্মূলে কাজ করছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুইজন ছিনতাইকারীকে আটকের পর আরো ছিনতাইকারী গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃতদের আজ রবিবার সকালে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।