প্রতিনিধি, ভৈরব : ভৈরবে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে দুইজন নিহত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের ভৈরবপুর এলাকার ২৭নং সেতুতে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্য অজ্ঞাত একজন পুরুষ (৩৫) ও একজন মহিলা (৩২)। দুজনের পরিচয় পাওয়া যাইনি বলে পুলিশ জানায়। দু’জনের লাশ উদ্ধার করে ভৈরব রেলওয়ে থানায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৭নং রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দু’জনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিল।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত পুরুষ চিকিৎসারত অবস্থায় মারা যায়। মহিলাটি ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই মহিলাটি মারা যায়, পুরুষকে চিকিৎসা দিয়েও বাঁচাতে পারেনি।
ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক মো. আকবর হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ দুটি রেলওয়ে থানায় আনলেও তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।