জামাল আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে ট্রৈনে কাটা পড়ে তাহের মিয়া (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ভৈরবের কালিকাপ্রসাদ গ্রামের পূর্ব নয়াহাটি এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তাহের মিয়া স্থানীয় পূর্ব নয়াহাটি গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। এমন দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে কৃষক তাহের মিয়া বাড়ির পাশে রেললাইন সংলগ্ন মাঠে যাচ্ছিলেন গরু আনতে। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ভৈরবের কালিকাপ্রসাদ এলাকা অতিক্রম করার সময় অসচেতনতা বশতঃ ট্রেনের নিচে কাটা পড়েন।
এলাকাবাসীর ভাষ্যমতে সত্তর বছর বয়সী নিহত তাহের মিয়ার শ্রবণশক্তি তুলনামূলক দূর্বল ছিলো। যার ফলে তিনি ট্রেনের শব্দ শুনতে পাননি এবং দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান।
এবিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলীম হোসেন জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের লোকজন স্বপ্রনোদিত হয়ে লাশ দাফন করেন। এছাড়াও এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা তিনি।