স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। ডিবির এসআই (নি.) মো. মোবারক হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।
জেলা পুলিশের মিডিয়া সেলের এসআই জাহাঙ্গীর প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সোমবার (১৮ নভেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে গোপনসূত্রে খবর পেয়ে এসআই মোবারক হোসেনের নেতৃত্বে গোয়েন্দা
পুলিশের একটি দল ভৈরবপুর উত্তরপাড়া এলাকার সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের টোল প্লাজা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আবদুল্লাহকে (২৪) আটক এবং তার হেফাজত থেকে চার কেজি গাঁজা উদ্ধার করে।
তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামে। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।