স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় ভৈরব থানায় দায়েরকৃত দুই মামলার আসামি মর্তুজা আলম মহসিনকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
গতকাল বুধবার বিকেলে ভৈরব উপজেলার লক্ষ্মীপুর তাতারকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ভৈরব থানায় দুটি মামলা রয়েছে। পরবর্তী আইননুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়।