প্রতিনিধি, ভৈরব, জামাল আহমেদ : রাজধানী ঢাকার পুরানা পল্টনে ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি বৈঠার তাণ্ডব ও নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে।
দেড় যুগ পর প্রথমবারের মতো প্রকাশ্যে সমাবেশ করল তারা। গতকাল মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম ভৈরব পৌর শাখা আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন নিউটাউন মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সভাপতি ও আমির মো. শাহজাহান সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না।
তিনি আরও বলেন, বাংলাদেশকে সুখী ও সম্মৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প‚র্বঘোষিত সমাবেশে সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করে। তিনি আরো বলেন, ৭২ থেকে ৭৫ পর্যন্ত রক্ষীবাহিনী দিয়ে এ দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়ে ছিলো।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান মিঠুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা ইউনিটি সদস্য মো. কামরুল ইসলাম, ভৈরব উপজেলা আমির মাওলানা মো. কবির হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার সভাপতি প্রভাষক মাওলানা মো. আব্দুল মতিন প্রমুখ।