ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে গাজাঁ ও ফেনসিডিলসহ ৩ নারীসহ ৪ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভৈরবের মেঘনা নদীতে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে মঘনা নদীর জব্বার জুটমিল এলাকায় অভিযান চালিয়ে নৌ-থানার উপ-পরিদর্শক মো.রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক পাচারকারীদের গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃরা হলো- পৌর শহরের মো: সাইফ আহম্মেদ (৩২) পিতা মোস্তাক আহম্মেদ হান্নান পঞ্চবটি ভৈরব, ফাতেমা আক্তার (২৭) স্বামী আবুল হোসেন পঞ্চবটি বিসমিল্লাহ স্টোর এর মালিক অরুণ মিয়ার ভাড়াটিয়, সালমা আক্তার (২৭) স্বামী রবিন মিয়া পঞ্চবটি রইস মাস্টারের বাড়ি ও আমেনা আক্তার (২২) পিতা ইয়াসিন মিয়া আব্দুল্লাহপুর আখাউড়া।
আটকের সময় তাদের কাছে থাকা বিভিন্ন ব্যাগ তল্লাশী করে ৬ কেজি গাজাঁ ও ৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে নৌ থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে। ভৈরব নৌ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মনিরুজ্জামান রাত ৭টায় বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আসামীদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।