স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে ১৪৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। র্যাব ভৈরব ক্যাম্প এই মদ উদ্ধার করে। গত সোমবার রাত পৌণে নয়টার দিকে র্যাব ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এই সময় সোহেল মিয়ার ভাড়াটিয়া দু:খু মিয়ার বসতঘর তল্লাশি করে ১৪৪ বোতল বিদেশি মদ পাওয়া যায়। এই সময় ঘরে কেউ ছিল না। র্যাবের উপস্থিতি টের পেয়ে আগেই কৌশলে দু:খু মিয়া ওরফে আসাদ মিয়া (৪৫) এবং তার সহযোগী ফরহাদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ব্যাপারে দুজনকে আসামি করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।