মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

ভৈরবে বিষমুক্ত শীতের আগাম সবজি চাষে ব্যাস্ত কৃষকরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ২৮ Time View

প্রতিনিধি, ভৈরব (কিশোরগঞ্জ) জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শীতকালীন আগাম সবজি চাষে এখন ব্যাস্ত সময় পার করছেন কৃষকরা। সবজি চাষ করে লাভবান হচ্ছে স্থানিয় কৃষক। এখানকার উৎপাদিত সবজি বিষমুক্ত হওয়ায় বাজারে চাহিদা থাকায় ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।

তবে সরকারি সহযোগিতা পেলে আগামীতে সবজির উৎপাদন আরো বৃদ্ধি পাবে এ অঞ্চলে। ক্রেতারা বলছেন, শীতকালীন যেসব সবজি বাজারে উঠছে সবকিছুরই দাম একটু বেশি। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, পাশাপাশি সবজির দামও কমে আসবে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে কৃষকদের সাথে কথা বলে জানাযায়, উপজেলার শিবপুর, গজারিয়া, কালিকা প্রসাদ, শিমুলকান্দি, আগানগরসহ ৭টি ইউনিয়ন ও পৌর শহরের কৃষকরা ব্যাস্ত সময় পার করছেন। সবজি আবাদের জন্য কেউ তৈরি করছেন বীজতলা,

আবার কেউ করছেন জমির পরিচর্যা, অনেকেই করছেন চারা রোপণ। আবার যারা একটু আগে ভাগে আবাদ করতে পেরেছেন তাদের অনেকই জমি থেকে সবজি উত্তোলন করে বাজারে নিয়ে যাচ্ছেন বিক্রির জন্য।

কৃষি অফিসের পরামর্শে এসব শাক-সবজি চাষ করে পোকাঁ-মাকড় বা রোগ বালাই না থাকায় ভালো ফলন হয়েছে। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছে। বিষমুক্ত লাউ, বেগুন, টমেটো, মূলা, ঢেড়ঁস, ডাটা, ফুলকপি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষিতে সরকারি সহযোগিতা পেলে সবজির উৎপাদন আরো বৃদ্ধি পাবে, পাশাপাশি সবজির দামও ক্রয় ক্ষমতার মাঝে চলে আসবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানষের।

কৃষি বিভাগের তথ্যমতে ভৈরবে ২শ ২০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ করা হয়েছে। এ বছর সবজি চাষের লক্ষ্য মাত্রা ৬৫০ হেক্টর, যা গতবারের তুলনায় একটু বেশি। আবহাওয়া অনূকুলে থাকায় ভালো ফলনও হয়েছে। তাই কৃষকরা নিজেদের পুষ্টির চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করছেন। ফলে বাজারে সবজির চাহিদার সাথে সরবরাহ স্বাভাবিক হচ্ছে।

কৃষক মোহাষ্মদ মাইন উদ্দিন সহ অনেকে বলেন, শীতের শুরুতে বাজারে শীতকালীন আগাম সবজির চাহিদা একটু বেশিই থাকে। তখন দামও পাওয়া যায় ভাল। তাই আমাদের অনেকেই যারা একটু আগে ভাগে সবজির আবাদ করতে পেরেছেন তাদের অনেকেই জমি থেকে সবজি উত্তোলন করে বাজারে নিয়ে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন। পাশপাশি নিজেদের পরিবারের চাহিদাও মিটাতে পারছেন।

তবে এবছর বাজারে সবজির দাম গত বছরের তুলনায় একটু বেশি। বর্তমানে দ্রব্য মূল্যের উধ্বগতির জন্যই সবজির বাজার চড়া।
ক্রেতা মাসুম মিয়া বলেন, বাজারে সবজিগুলোর দাম একটু বেশি। তারপরও শীতের আগাম সবজি কিনছি কারণ নতুন শাক-সবজি। শীতের শুরতেই বাজারে পাওয়া যাচ্ছে।

বিক্রেতা সোহেল মিয়া বলেন, কৃষকের কাছ থেকে পাইকাররা বেশি দামে কিনছেন বলে খুচরা বাজারেও দাম একটু বেশি রাখা হচ্ছে। তবে শীত পুরোপুরি শুরু হলে সবজির সরবরাহ বাড়বে, তখন সবজির দামও কমে আসবে।

ভৈরব উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা চন্দন কুমার সূত্রধর জানান, কৃষি অফিসের সার্বক্ষণিক সহযোগিতা ও পরামর্শে ভৈরবে কৃষকরা বিষমুক্ত শীতকালীন আগাম সবজি চাষ করে লাভবান হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, ২শ ২০ হেক্টর জমিতে শীতকালীন আগাম সবজি চাষ করা হয়েছে ভৈরবে। এ বছর ৬৫০ হেক্টর জমিতে আগাম সবজির চাষের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে আগাম সবজি চাষে কৃষকদের ব্যাপক আগ্রহ রয়েছে।

শিমুলকান্দি, আগানগর, কালিকাপ্রসাদ ইউনিয়নে বিপুল পরিমাণে সবজি আবাদ করা হয়েছে। আমাদের মাঠ পর্যায়ে যে সকল কৃষি কর্মকর্তাগণ আছেন তারা সার্বক্ষণিক কৃষকদের জমির পরিচর্যাসহ পরামর্শ দিয়ে যাচ্ছেন। বর্তমানে বাজারে আগাম সবজি দাম বেশি হওয়ায় কৃষকরা লাভবান হচ্ছেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty