ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে শহিদ বুদ্ধিজীবি দিবস এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের আধুনিক হল রুমে উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিনের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রায়হান রেজা, ভৈরব থানার অফিসার ইনচার্জ (ভারপ্রপ্ত) মোঃ শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধার সম্পাদক আরিফুল ইসলাম,
পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, ভেরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী প্রমূখ। এছাড়াও সভায় ফায়ার সার্ভিসসহ উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের মুক্ত আলোচনা সভায় উপস্থিত সুধীজনদের বিভিন্ন মতামত ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়। অতীতের যেকোনো বছরের তুলনায় এবারের শহিদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপন আরো বেশি প্রাণবন্ত হবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শবনম শারমিন।