স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : র্যাব ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ভৈরব পৌর আওয়ামী লীগের কর্মী তপন মিয়াকে (৪৪) গ্রেফতার করেছে। তাকে গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাবসূত্রে আরো জানায়, গত ১৯ জুলাই ভৈরব উপজেলার লক্ষ্মীপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলে কতিপয় দুষ্কৃতকারী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা করে এবং এতে বেশ কিছু লোক আহত হয়।
এ ব্যাপারে রুবেল মিয়া বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার আসামি হিসেবে তপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে উক্ত সূত্র জানায়। উক্ত মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।