স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার মো. আ. রশীদ বাউল(৫৫) ভৈরব উপজেলার মধ্যেরচর গ্রামের মৃত মুসলিম মিয়ার পুত্র।
তাকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল গতকাল শনিবার(২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কালিকাপ্রসাদ মোল্লা ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেফতার করে।
গত ১৯ জুলাই বিকালে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে হামলার ঘটনায় থানায় দায়েরকৃত মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে বলে র্যাবসূত্র জানায়।
র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লৃৎফা বেগম এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।