প্রতিনিধি, ভৈরব : ভৈরব পৌর শহরের তাতাঁর-কান্দি এলাকায় রেললাইন সংলগ্ন ডোবার পাশ থেকে অজ্ঞাত নামা এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ২৫বছর। তার পড়নে কালো রঙ্গের প্যান্ট ও গেঞ্জি পরিহিত ছিল। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুলিশকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ভৈরব থানার এস আই মোহাম্মদ আলী জিন্নাহ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে, পৌর শহরের তাতাঁরকান্দি-আমলাপাড়া সংযোগ সড়কের পাশে ডোবার তীরে একটি পচাঁগলা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে বিষয়টি থানায় অবগত করলে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারনা, লাশটি ৩/৪দিনের পুরোনো। কেউ তাকে হত্যা করে এখানে লাশ ফেলে যায়।
এবিষয়ে ভৈরব থানার এস আই মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, অজ্ঞাতনামা একটি লাশের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি এবং লাশ উদ্ধার করি। লাশটি আনুমানিক তিন চারদিনের পুরোনো হওয়ায় প্রাথমিক সুরতহালে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে মৃত্যুর কারণ নির্ণয় ও লাশের পরিচয় সনাক্তে লাশটির ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।