ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশে ঝোঁপের ভিতর থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় পৌর শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন খান। ঘটনাস্থলে গিয়ে ভৈরব থানার এসআই আলমগীর হোসেনের সাথে কথা হলে তিনি জানান- ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে ওই মরদেহের সূরতহাল রিপোর্ট তৈরি করি। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়। সুরৎহাল রিপোর্টে মরদেহের পাশে একটি খালি বোতল, পায়ের জুতা জোড়া পাশেই ছিটিয়ে পড়ে থাকতে, পড়নে চেক লুঙ্গি ও চেক সার্ট পরিহিত থাকার উল্লেখ রয়েছে। নিহতের পরিচয় সনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য। ময়নাতদন্তের পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান।