সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোমান :
তাড়াইলে চেয়ারম্যানের পুনর্বহালের জোর দাবি জনসাধারণের দেশের প্রাণিসম্পদ উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরিতেবাজারে অত্যাধুনিক ফিড নিয়ে এল আকিজ রিসোর্স কটিয়াদীতে এনটিআরসিএ ভুয়াসুপারিশপত্র দেখিয়ে ৩ শিক্ষক নিয়োগ আজ ইটনায় বিএনপির বিজয় উৎসব ও জনসভা কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদকবিদের সম্মানে প্রবর্তন করে বুরদা পুরষ্কার ভোটের মাধ্যমে মানিকখালীবাজার পরিচালনা কমিটি নির্বাচিত কিশোরগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়নি নিকলীতে নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের ফলেসৃষ্ট সমস্যা সমাধানে কাজ করছে সরকার পঙ্গু হাসপাতালে বিচ্ছিন্ন হাতের কব্জির সফল প্রতিস্থাপন

ভৈরবে সড়ক দুর্ঘটনায় মামলার প্রধান আসামি আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬ Time View

ভৈরব প্রতিনিধি, জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির চালকসহ ৫ জন নিহতের ঘটনার করা মামলার প্রাধান আসামিকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ৷
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জে তার নিজ বাড়িতে ভৈরব হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত আসামি কভার্ড ভ্যান চালক অনিক হোসেন (৩২)। সে গোপালগঞ্জের কাশিয়ানী থানার কলসি ফুকরা এলাকার সুলতান আহমেদের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাঝু মিঞা।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের জগন্নাথপুর ব্রহ্মপুত্র ব্রিজের পূর্বপাশে বেনী বাজার এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ৩ নারী ও ২ পুরুষসহ ৫ জন নিহত হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহগুলো উদ্ধার করে। ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, নরসিংদীর রায়পুরা জেলার মির্জাপুর ইউনিয়ন এর পিরিজকান্দি এলাকার পরশ আলির ছেলে সিএনজি চালক শাহীন আলম (২৩) ও একই এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে রাজন মিয়া (১৭)।
নিহত তিন নারীর মধ্যে আপন দুই বোন। তারা হলেন কুলিয়ারচর উপজেলার জগতচর পশ্চিমগ্রাম এলাকার মৃত দুদু মিয়ার মেয়ে ছহুরা খাতুন (৭২) ও হালিমা খাতুন (৬২)। আরেক নারী তাদেরই আত্মীয় ও একই এলাকার বাসিন্দা আব্দুর রহিম মিয়ার স্ত্রী শাহানা বেগম (৬০)।
এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ মো. সাজু মিঞা জানান, ১৬ ডিসেম্বর সকালে নরসিংদীর নিলকুটি থেকে দুটি কাভার্ডভ্যান ভৈরবের উদ্দেশ্যে আসছিল। এসময় অটোরিকশাও ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি যখন ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হয়, তখন অটোরিকশাটি ওভারটেক করতে গিয়ে দেখে বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসছে। তখন অটোরিকশা দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়ে সামনের ভ্যানে ধাক্কা দেয়। এরপর পেছন থাকা অপর ভ্যানটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই পুরুষ ও তিন নারীর মৃত্যু হয়।
ওসি বলেন, ঘটনার পর কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় আনা হয়। ঘটনার দিন রাতেই নিহত সিএনজি চালক শাহীনের বাবা পরশ আলি বাদী হয়ে দুইটি কাভার্ড ভ্যান চালকের নামে মামলা দায়ের করেন। মামলার পর অনিক নামের একজনকে আটক করা হয়েছে। অপর আসামিকে গ্রেফতার প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আজ বুধবার কিশোরগঞ্জ জেল হাজতে পাঠানো হবে।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty