স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল আসমত আলী কলেজের সামনের একটি চায়ের স্টল থেকে তাকে গ্রেফতার করে।
গত ১৯ জুলাই বিকালে ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়।
র্যাব ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম জানান, এই মামলার এজাহারনামীয় আসামি হিসেবে বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।