স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবেড় উত্তরপাড়া গ্রামের মাহবুবুর রহমানকে হত্যার দায়ে তার স্ত্রী রোকসানা আক্তার ও তার কথিত প্রেমিক আসিফ আহম্মেদকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, নিহত মাহবুবুর রহমান বাংলাদেশ রেলওয়েতে চাকরি করতেন। তিনি কমলাপুর রেলওয়ে স্টেশনে এসএসফিটার পদে কর্মরত ছিলেন। তার স্ত্রী রোকসানা আক্তার দুই ছেলে ও এক কন্যাকে নিয়ে ভৈরবে নিজ বাড়িতে বসবাস করতেন। সপ্তাহান্তে মাহবুবুর রহমান বাড়িতে আসতেন।
২০১৯ সালের ২৮ নভেম্বর রাতে তিনি বাড়িতে আসেন এবং খাওয়া-দাওয়া শেষে তিনি ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে তার স্ত্রী পায়েসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খাওয়ান। ওই রাতে রোকসানা আক্তার ও তার কথিত প্রেমিক আসিফ আহম্মেদ ধারালো অস্ত্র দ্বারা ঘুমন্ত মাহবুবুর রহমানকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে রোকসানা আক্তারকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করে ভৈরব থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারের পর রোকসানা বেগম তার সাথে আসিফ আহম্মদের গোপন সম্পর্ক থাকার কথা স্বীকার এবং হত্যাকাণ্ডে সেও জড়িত ছিল বলে পুলিশকে জানায়। পুলিশ তদন্তশেষে ২০২০ সালের ৩০ জুন উভয়ের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট রাখাল চন্দ্র দে এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।