প্রতিনিধি, ভৈরব, জামাল আহমেদ : কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা আলী মনসুর রাজুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের সদস্যরা। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত আলী মনসুর রাজু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি পৌর শহরের আড়াই বেপারীর বাড়ির শেখ তারা মিয়ার ছেলে। এর আগে চলতি মাসে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে একই মামলায় এজাহারভ‚ক্ত আরো ৭ জন নেতাকে আটক করেছে যৌথবাহিনী।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ও বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব ২৭ ও ২৮ আগস্ট ভৈরব থানায় ২টি ও ১ সেপ্টেম্বর কিশোরগঞ্জ আদালতে ১টিসহ মোট তিনটি মামলা দায়ের করেন মামুন, রুবেল ও আলম।
এ বিষয়ে ভৈরব থানার (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের ওপর হামলার ঘটনার মামলায় রাজুকে আটক করা হয়েছে। এজাহারনামীয় বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।