স্টাফ রিপোর্টার : র্যাব, পুলিশ ও সেনাসদস্য সমন্বয়ে গঠিত যৌথবাহিনী আভযান চালিয়ে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে। তার নাম মো. আতিকুর রহমান ওরফে রনি(৩৯)। সে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকার মৃত হাবিবুর রহমানের পুত্র।
র্যাব সূত্রে জানা যায়, গত রবিবার(৬ অক্টোবর) রাত সোয়া দশটার দিকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ভৈরব উপজেলার কমলপুর এলাকার আমির ডিজিটাল ভিডিও এন্ড মিডিয়া সেন্টারের সামনে থেকে রনিকে আটক এবং তার দখল থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে বলে স্বীকার করে। জিজ্ঞাসাবাদে সে আরো জানায় যে, সে মাদক চোরাকারবারি চক্রের একজন সক্রিয় সদস্য।
র্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ জানান, আসামিকে পুলিশে হস্তান্তরের পর এ ব্যাপারে ভৈরব থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।