স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখার পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ভৈরব উপজেলা সদরের দুর্জয় মোড়ে চেকপোস্ট পরিচালনাকালে মাদকদ্রব্য রাখার অভিযোগে বাপ্পীকে (২২) আটক করে। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চরপাড়া (মেরেঙ্গা বাজার সংলগ্ন) গ্রামে। পরে তার দেহ তল্লাশি করে ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই (নি.) মো. মোবারক হোসেন। এ ব্যাপারে ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।