প্রতিনিধি ভৈরব : ভৈরবে জ্যাক টেকনোলজি কোম্পানির সুতা কাটা প্রতিরোধক সেলাই মেশিন জ্যাক এফোরবি’র ৩ দিনব্যাপী প্রদর্শনী ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে প্রদর্শনী, পরিচিতিসভা ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে গত শনিবার সকালে ভৈরবের পাদুকা কারখানায় প্রদর্শনীর উদ্বোধনের পর বিভিন্ন পাদুকা কারখানার সামনে প্রদর্শনী করা হয়।
আয়োজকরা জানান, জ্যাক টেকনোলজি বাজারের নতুন যে মেশিনটি এনেছেন সেটা সম্পূর্ণ স্বয়ংক্রিয় কম্পিউটারাইড সুইং মেশিন এফোরবি। এ মেশিনে সুতা কাটার ঝামেলা না থাকায় উৎপাদন বৃদ্ধি পাবে অন্তত ৫০ শতাংশ।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যাক টেকনোলজি কোম্পানি লিমিটেড বাংলাদেশের মার্কেটিং ইনচার্জ মিম লিলি, জুনিয়র মার্কেটিং অফিসার উইলিয়ামস, ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জ্যাক মেশিন বাংলাদেশের এজেন্ট মো: শামীম শেখ, বৈশাখী টিভির প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, মোহনা টিভির প্রতিনিধি মো: জামাল আহমদ, দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি এম আর রুবেল, জ্যাক মেশিন ভৈরবের ডিস্ট্রিবিউটর সামসুল আলম মিলনসহ বিভিন্ন পাদুকা কারখানার মালিক।