নিজস্ব সংবাদদাতা : কিশোরগঞ্জের ভৈরবে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। গতকাল রোববার (১ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া সৈয়দ নজরুল ইসলাম সেতুর ঢাকা-সিলেট মহাড়ক থেকে ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- জেলার তাড়াইল উপজেলার আড়াইউড়া এলাকার চাঁনফর মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৬৫) ও রাঙামাটি সদর উপজেলার কাঠালতলী এলাকার হরে কৃষ্ণ পালের ছেলে ধ্রæব পাল (৫৫)। গতকাল রবিবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেলের এক ে প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করা হয়।
কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার ভোর রাতে উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী কাজী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ডিবি পুলিশ।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় গ্রেফতার ২ আসামির বিরুদ্ধে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।