স্টাফ রিপোর্টার, সুবীর বসাক : কিশোরগঞ্জের ভৈরবে ৫০ বোতল স্কার্ফ সিরাপসহ এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ভৈরব র্যাব। ধৃত সাগর(২৩) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের হেলাল মিয়ার পুত্র।
গত মঙ্গলবার সন্ধ্যার পর র্যাব-১৪ সিপিসি-২ ভৈরব ক্যাম্পের একটি অভিযানিক দল ভৈরব পৌরসভা কার্যালয়ের সামনে থেকে তাকে আটক এবং তার দখল থেকে উল্লেখিত অবৈধ মাদক ছাড়াও মাদক বিক্রির ৪৮০০ টাকা উদ্ধার করে। তাছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করেছে র্যাব।
র্যাবসূত্র জানায়, জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে স্বীকার করে।
ভৈরব ক্যাম্পের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম পিপিএম-সেবা জানান, এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দায়েরপূর্বক আসামি ও জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।