মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ পূর্বাহ্ন

ভৈরবে ৭ হাজার মিটার কারেন্ট ও চায়না জাল জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২ Time View

প্রতিনিধি, ভৈরব, জামাল আহম্মদ : মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৬ হাজার মিটার কারেন্ট ও ১ হাজার মিটার চায়না রিং জাল জব্দ। ২ জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার সকালে মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদের জগন্নাথপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পরিতোষ ও মুর্শিদ মিয়া নামের দুই জেলেকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদয়ান আহমেদ রাফি।

এসময় উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান ও ভৈরব নৌ পুলিশ ইউনিটের উপ পরিদর্শক রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহায়তা করেন।

এবিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রেদয়ান আহমেদ রাফি বলেন, মা ইলিশ ও জাটকা নিধন বন্ধে এই অভিযান পরিচালনা হয়। এছাড়াও মৎসজীবীরা নিষিদ্ধ চায়না রিং জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন।

মাছের ডিম ছাড়ার এই মৌসুমে মা ইলিশ ও জাটকা নিধন বন্ধ করতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। অভিযানে উদ্ধারকৃত নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংসসহ দুই মৎসজীবীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty