জামাল আহমেদ, প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের ভৈরবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে চলছে। আজ সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়ছে। উপজেলায় ৯২টি কেন্দ্র মোট ভোটার ২ লাখ ৪৩ হাজার ৬৪২ জন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচনী কেন্দ্রে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, আনসার-ভিডিপি, র্যাব, বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। তাছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা অবাধে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী ও রিজার্ভ ফোর্সের টিম তৎপর রয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আজ (৫ জুন) চতুর্থ ধাপে ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৪০ জন। ভোটাররা ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ব্যালট পেপারে।
তন্মধ্যে পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র। নির্বাচনে প্রতিটি কেন্দ্র ২ জন আর্মস পুলিশ, ১ জন পুলিশ ও ১২ জন আনসার নিরাপত্তায় থাকবেন। টহলে থাকবে ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব সদস্যরা। এ ছাড়াও স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে। এদের সাথে যুক্ত থাকবেন ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তিনটি পদে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। চেয়ারম্যান পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া), সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ পিরিচ), সদ্য বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা যুবদল সদস্য সচিব আল মামুন (মোটরসাইকেল) এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ (কই মাছ)।
ভাইস-চেয়ারম্যান পদে- জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ), মোশারফ হোসেন (মাইক), আনোয়ার পারভেজ (চশমা), মুক্তার মিয়া (তালা), মাহাবুর রহমান (টিয়া পাখি), নুরুল ইসলাম (টিউবওয়েল) প্রতিক নিয়ে লড়ছে এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস), সাবিহা মাহাবুব প্রভা (কলস) ও সানজিদা ইয়ামিন (ফুটবল) প্রতীকে নির্বাচন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, ৯২টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ স্বতস্ফ’র্ত অংশ গ্রহণের মাধ্যমে ভোট কেন্দ্রে ভোট দিচ্ছে। নির্বাচন সুষ্ঠু, নিরেপেক্ষ করতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।