মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ পূর্বাহ্ন

ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি নির্বাচনে মামুন-মোশাররফ- জাবেদ নির্বাচিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২০ Time View

প্রতিনিধি ভৈরব : ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক (২০২৪-২০২৬) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আব্দুল্লাহ আল মামুন ১৪২ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বজলুর রহমান পেয়েছেন ১৯৫ ভোট।

গতকাল পৌর শহরের সরকারি কাদির বকস পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এমএম মুহিত।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে হাজী মো. মোশাররফ হোসেন ২৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী কাজী মাসউদ উর রহমান পেয়েছেন ১৯০ ভোট ও মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৮০ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল হক জাবেদ। তিনি পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী হাজী এমরান মোল্লা তুহিন পেয়েছেন ২০৯ ভোট ও তারেক আহমেদ ভূইয়া পেয়েছেন ৫৪ ভোট।

পরিচালক পদে মিজানুর রহমান সাদ্দাম (৪৮২), মো. সোহেল বিল্লাহ (৪৭৫), আরাফাত ভূইয়া (৪৭৪), দেলোয়ার হোসেন (৪৬৬), মো. নাঈন ভূইয়া (৪৬৫), জামিল আহমেদ (৪৬৪), মো. নিজাম উদ্দিন সরকার (৪৬৪), তানভীর আহমেদ (৪৬২), সৈকত আহমেদ জেমস (৪৫৪), শরীফ নেওয়াজ ভূইয়া (৪৪৬), হাজী মো. আলাউদ্দিন (৪৩৯), আরিফ মাহমুদ (৪২৪), হাজী মো. সাজ্জাদ হোসেন মামুন (৪২৩), মো. মিজানুর রহমান পাটোয়ারী (৪১৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।

সহযোগী পদে নিজাম মাহমুদ জুয়েল, আব্দুর রউফ, মো. আক্তারুজ্জামান ও আব্দুর রশিদ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে এম এ মুহিত বলেন, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভৈরবের ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনটি সম্পন্ন হয়েছে। ৫৬১ জন ভোটারের মধ্যে ৫৩২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদের মধ্যে ১১ সহযোগী ভোটার রয়েছেন। তারা সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে ভোট দেন।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty