জামাল আহমেদ, ভৈরব প্রতিনিধি : হামলায় ক্ষতিগ্রস্থ কিশোরগঞ্জের ভৈরব থানায় নতুন আসবাবপত্র প্রদানের মধ্যদিয়ে পাশে দাড়ালো ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি। থানার অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য থানার অফিসার ইনচার্জের হাতে নতুন ৩০টি চেয়ার ও ১০টি টেবিল হস্থান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
আজ ২১আগষ্ট, বুধবার বিকেলে ভৈরব থানা কমপ্লেক্সের সামনে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের হাতে এসব নতুন আসবাবপত্র হস্থান্তর করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহসভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ, পরিচালক আরাফাত ভূইয়া, তানভীর আহমেদ, জেমস আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী, হাজী মোঃ আলাউদ্দিন, মোঃ আক্তারুজ্জামান প্রমূখ। এছাড়াও আসবাবপত্র হস্থান্তরের সময় স্থানীয় বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ভৈরবের শিক্ষার্থীদের মাঝে শরীফুল হক জয়, সিহাব উদ্দিন তুহিন, আহমেদ রোহান, মোহাম্মদ কায়জার, সামিউল ইসলাম, সামি তানভীর, সোহেল মিয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এবিষয়ে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন ও সহসভাপতি আলহাজ্ব জাহিদুল হক জাবেদ বলেন, সংগঠনের তহবিলের পাশাপাশি পরিচালক ও কর্মকর্তারা নিজ নিজ অর্থায়নে এসব আসববাপত্র ক্রয়ে সহযোগিতা করেন। চুরি-ছিনতাই প্রতিরোধে এবং ভৈরব বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশি সেবা জরুরি উল্লেখ করে পুলিশ প্রশাসনের প্রতি সহনশীল আচরণ ও সহযোগিতার হাত বাড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের প্রতি আহবান জানান তারা।
এবিষয়ে ভৈরব চেম্বার অব কমার্সের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যরা জনগণের সেবক হয়ে দায়িত্বপালন করতে প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতাপূর্ণ আচরণ আশা করেন তিনি।
এদিকে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের উপস্থিত স্থানীয় শিক্ষার্থীরা জানান, ভৈরব থানায় আজ থেকে একটি টাকা ঘুষ নেওয়ার সুযোগ থাকবে না। এছাড়াও পুলিশের অনিয়ম-দূর্নীতির ব্যাপারে ছাত্র ও নাগরিক সমাজ সব সময় সচেতন থাকবে বলেও জানান তারা।