ইটনা প্রতিনিধি, এম তাজুল ইসলাম :
ভোগান্তির আরেক নাম করিমগঞ্জ উপজেলার চামড়া টু কিশোরগঞ্জ সড়কের নেয়ামতপুর মোড়। হাওড় অঞ্চলের ইটনা, মিঠামইন, হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ বানিয়াচং উপজেলা, সুনামগঞ্জ এর দিরাই, শাল্লা, খালিয়াজুরি, সামারচর, ছাতক, তাহেরপুর, ভোলাগঞ্জ, মাতাবপুর সহ প্রায় ৩০/৩৫টি উপজেলার মানুষ চামড়া বন্দর হয়ে নৌ ও সড়ক পথে ঢাকা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ প্রতিদিন যাতায়াত করে।
জীবন যাপনের প্রয়োজনে চামড়া বন্দর হয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয় নেয়ামতপুর মোড়ে। এমনও দেখা যায় যে, ঘন্টার পর ঘণ্টা গাড়িতে বসে থাকতে হয় নেয়ামতপুরের মোড়ে জ্যাম এর কারণে।
জীবন থেকে চলে যায় গুরুত্বপূর্ণ সময়। এখানে কোন ট্রাফিককে কোন সময় কাজ করতে দেখা যায় না। এমনকি মালিক সমিতির বা কোন স্বেচ্ছাসেবক সংগঠনের কোন সদস্যকে মোড়ের কাজ নিয়োজিত থাকতে চোখে পড়ে না।
এতে করে উল্লেখিত উপজেলা ও জেলার মানুষের ভোগান্তিতে পড়তে হয় প্রতিনিয়ত। ইটনা বাজারের হোমিও চিকিৎসক ডাক্তার কনক বর্মন বলেন, নেয়ামতপুর মোড়ে জ্যাম এর কথা বলে লাভ নাই, জ্যামে পড়ে অনেক সময় গুরুত্বপূর্ণ সময়টাই চলে যায়।
ইটনা উপজেলা সদর ইউপির সাবেক মহিলা সদস্য ছায়া আক্তার বলেন, আমার ছোট ভাই ক্যান্সারে আক্রান্ত, তাকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে নেয়ামতপুর মোড়ে জ্যামে আমাকে গাড়িতে প্রায় পনে এক ঘণ্টা সময় বসে থাকতে হয়েছে। অসুস্থ রোগী ছোট ভাই দুলুকে নিয়ে। তাই অনতিবিলম্বে দ্রæত সমাধানের দাবি রাখে যথাযথ কর্তৃপক্ষের নিকট ভোক্তভোগীগণ।