বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৬ পূর্বাহ্ন

‘মগ জাস্টিস’-দখলদারিত্ব ও অন্যায়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯ Time View

ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য ব্যবস্থা বদলের সংগ্রাম চালিয়ে যেতে হবে। শুধু চেহারার পরিবর্তনের জন্য ছাত্র-জনতা-শ্রমিক রক্ত ও জীবন দেয়নি। এই সংগ্রামের দায়িত্ব বামপন্থী কমিউনিস্টদেরই নিতে হবে। “মগ জাস্টিস”-দখলদারিত্ব ও অন্যায়কারীদের ধরে আইনের হাতে তুলে দিতে হবে। যারা আইন অমান্য করে অপরাধ করবে তাদের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রুখে দাঁড়াতে হবে।

গতকাল শুক্রবার জেলা সিপিবি কার্যালয়ে বর্ধিত সভায় কেন্দ্রীয় নেতা কমরেড এডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা লিপি কথাগুলো বলেন। তিনি আরও বলেন- এই আন্দোলনে বাম গণতান্ত্রিক জোটসহ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ সারাদেশে জীবন বাজি রেখে সংগ্রাম করেছে।

জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযূষ চক্রবর্তীর সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক আজমান আহমেদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- কমরেড আব্দুর রশিদ, আব্দুস সাত্তার, আব্দুস ছমেদ, আরিফুল রহমান জিতু, রনজন কুমার রায়, সাহেব আলী, আতাউর রহমান, সামছুল হক রুকু, বিষ্ণু সরকার, মোঃ জিতু মিয়া, জন্টু সরকার, আহাদ মিয়া, অপূর্ব পাল, কাজল চক্রবর্তী, মৃদুল রায়, আবু বকর, প্রভাষক নির্মল প্রমুখ।

সভায় বক্তাগণ ছাত্র-জনতার আন্দোলনকে দুস্কৃতিকারীরা কোনভাবেই যেন কলঙ্কিত করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা এবং অন্তবর্তীকালীন সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সারাদেশে বিদ্যুৎ ব্যবস্থার অসহনীয় লোডশেডিং থেকে জনজীবনকে স্বস্থির পথে নিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট সংবাদ পেতে শতাব্দীর কন্ঠ পড়ুন, শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
All rights reserved © Shatabdir Kantha . Developed by SDTT Academy & Tech Liberty