স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ জেলা শহরের ঐতিহ্যবাহী মিষ্টি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মদনগোপাল সুইটস কেবিনের স্বত্বাধিকারী নিবেদন বসাক পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। গতকাল বুধবার দুপুরে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি বত্রিশের শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে কিশোরগঞ্জের ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে আসে। রাতে তার মরদেহ বত্রিশ এলাকার নিজ বাসভবনে আনা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। একজন সদালাপী ও বন্ধুবৎসল হিসেবে তিনি সকল মহলে সুপরিচিত ছিলেন।