ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের শাল-গজারি, আকাশমণি, উডলট বাগান সহ রকমারি বৃক্ষের সবুজের অভয়ারণ্যে কবি, সাহিত্যিক, সংস্কৃতিজনের অংশগ্রহণে অনুষ্ঠতি হল এক সাহিত্য আড্ডা। গতকাল শুক্রবার (১০ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভবানী ভিটা’র উম্মুক্ত গার্ডেনে ‘লেখনি সাহিত্য সংসদ’-এর আয়োজনে স্থানীয় কবি, ছড়াকার, সাংবাদিক এবং বিভিন্ন জেলা থেকে আগত লেখক, গবেষক, আলোচক, কবি, ছড়াকার, সাংস্কৃতি কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে বনবিলাসি আনন্দ ভোজের পর আনন্দঘন কবিতা আড্ডা ও সাহিত্যের মিলনমেলায়, সাহিত্য সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন মোঃ রেজাউল করিম ও বাবু সরকার।
বিভিন্ন জেলা থেকে আগত কবিদের সম্মেলনে প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে তাজ ইসলামের প্রাণবন্ত সাহিত্য আলোচনায় বিশেষ অতিথি ছিলেন কবি ও রম্য লেখক শামসুল হক শামস, সোনার বাংলা ডিগ্রী কলেজের প্রভাষক আ ফ ম আফজাল হাসান, আবৃত্তি শিল্পী আঞ্জুমানারা পাঠান, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, দৈনিক মানব কন্ঠ পত্রিকার আব্দুল রাজ্জাক। আড্ডার শুরুতে কুরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ।
কবিতা পাঠ করেন- চাষা জহির, তাসলিমা আক্তার মুক্তা, সুনিয়া আক্তার মীম, সাংবাদিক মোঃ রাজু আহমেদ সরকার, কবি শেখ শফিক, রাকিব সরকার, সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ, আকলিমা খানম, মোঃ আল আমিন, খাদিজাতুল খোবরা, নোমান ইসলাম, তাসনিম, তাসনিয়া, ফেরদৌস রহমান, মিজানুর রহমান কামাল উদ্দীন, মুহাম্মদ আলী, মোতালেব হোসেন প্রমুখ।
সাহিত্য্য সন্মাননা পেলেন- কবি ও রম্য লেখক শামসুল হক শামস, কবি রাশেদ মনির, কবি মোঃ নুরুল আমিন, কবি মোঃ নজরুল ইসলাম প্রধান, কবি ও সাংবাদিক আবুল বাশার শেখ, সাংবাদিক রাজু আহমেদ সরকার, হুমায়ুন কবির সোহেল রানা। আলোচক হিসেবে ছিলেন- হোসেন, মাজহারুল ইসলাম। উল্লেখ্য, ‘লেখনি সাহিত্য সংসদ পরিচলা পর্ষদ’ শিশু-কিশোরদের সাহিত্যের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্যে কাজ করে থাকে। তাছাড়া বছরে একবার তরুণ, কিশোর-নবীনদের ছড়া ও কবিতা বিষয়ে টেকনিক্যাল প্রশিক্ষণের আয়োজন করে থাকে। সাহিত্যকর্মে স্বীকৃতি স্বরূপ সাহিত্য সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয। অনুষ্ঠান ধারাবর্ণনায় ছিলেন কবি ও ছড়াকার সাংবাদিক মোহাম্মদ জালাল উদ্দিন।