এফএনএস : রাশিয়ার রাজধানী মস্কোয় এ যাবৎকালের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেইন। গতকাল মঙ্গলবারে এ হামলায় অন্তত একজন নারী নিহত হয়েছেন। হামলায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস হয়েছে এবং মস্কোর আশেপাশের বিমানবন্দরগুলো থেকে প্রায় ৫০টি ফ্লাইট ঘুরে যেতে বাধ্য হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় পরমাণু শক্তিশালী দেশ রাশিয়া বলেছে, তারা ২ কোটি ১০ লাখের বেশি জনসংখ্যার মস্কো অঞ্চলে অন্তত ২০টি ইউক্রেইনীয় ড্রোন গুলি করে ভ‚পাতিত করেছে। আর অন্য ৮ টি অঞ্চলে ভ‚পাতিত করেছে আরও ১২৪ টি ড্রোন।
মস্কোর কাছে অন্তত একজন নিহত হওয়ার খবর জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। হামলার কারণে মস্কোর চারটি বিমানবন্দরের মধ্যে তিনটি ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রাখা হয় এবং প্রায় ৫০টি ফ্লাইটের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়। মস্কোর রামেনস্কয় অঞ্চলেরর বহুতল আবাসিক ভবন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্ল্যাটে আগুন ধরে গেছে বলে স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানিয়েছেন।
মস্কোর আঞ্চলিক গভর্নর আন্দ্রেই ভরোবিয়োভ জানিয়েছেন, রামেনস্কয়ে ৪৬ বছর বয়সী এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিস্ফোরণ ও গুলির শব্দে তাদের ঘুম ভেঙে গিয়েছিল। ওই অঞ্চলের বাসিন্দা আলেকজান্ডার লি রয়টার্সকে বলেন, ‘‘আমি জানালার দিকে তাকিয়ে আগুনের গোলা দেখতে পাই।’’ নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ভোরের দিকে তিনি তার ভবনের বাইরে একটি ড্রোনের শব্দ শুনতে পান।
সরকারি তথ্য অনুযায়ী, ক্রেমলিন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত রামেনস্কয় অঞ্চলের জনসংখ্যা প্রায় আড়াই লাখ। তাছাড়া রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ৭০টিরও বেশি এবং অন্যান্য অঞ্চলে আরও দশটি ড্রোন ভ‚পাতিত করা হয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়া পূর্ব ইউক্রেইন এবং কিইভে অগ্রসর হতে থাকায় এর পাল্টায় যুদ্ধ সীমান্ত পেরিয়ে রাশিয়ার মাটিতেও ছড়িয়ে পড়েছে। গত ৬ অগাস্ট হাজার হাজার ইউক্রেইনীয় সেনা রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্কে ঢুকে লড়াই চালাচ্ছে এবং রাশিয়ার আরও ভেতরে বেশি বেশি বড় ধরনের ড্রোন হামলা চালাচ্ছে।