স্টাফ রিপোর্টার, মো. খাইরুল ইসলাম : মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধ পালিত হয়। কিশোরগঞ্জ নতুন জেলখানা মোড়ে গতকাল সকাল ১১টায় গাউছিয়া নুরানি কাঞ্চন পাক দরবার শরীফ, রশিদাবাদ মানববন্ধনের আয়োজন করে।
পীর মো. সাইফুল ইসলাম কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মস‚চিতে বক্তব্য রাখেন- শফিকুল ইসলাম জালালী, সাইফুদ্দিন শাহ, আজিজুর রহমান, হাফেজ আল মামুনসহ প্রমুখ।
হাফেজ শাহ মো. আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা মাজার ভাঙচুর ও বাহ্ম্রণবাড়ীয়ার পীর গিয়াস উদ্দিন এর উপর হামলার তীব্র নিন্দা জানান। সেই সাথে এসব অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি করেন।
অন্যদিকে ভারতের পুরোহিত হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করারও তীব্র প্রতিবাদ করেন।