ভ্রাম্যমাণ প্রতিনিধি, ছোটন কবীর : কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দন ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পর পর পাঁচ বারের নির্বাচিত ইউপি সদস্য মো. হাবিবুর রহমান খোকন মারা গেছেন (ইন্নালিল্লাহি …….রাজিউন)। পারিবারিক স‚ত্রে জানা যায়, গত বুধবার বেলা সাড়ে ১১টায় হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভোগ ছিলেন। ঐদিনই বাদ এশা শোলাকিয়া মাঠে তার জানাজা শেষে নিজ এলাকা কোর্ট শোলাকিয়া কবরস্থানে দাফন করা হয়। তার চলে যাওয়ায় এলাকায় শোক বিরাজ করছে।
সরেজমিনে জানা যায়, তিনি ইউপি সদস্য থাকাকালীন এলাকায় কোন ঝগড়াবিবাধ, মামলা-হামলা বা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। যদি হতোও তা তিনি তাৎক্ষণিক এলাকার মুরব্বিদের নিয়ে সমাধান করতেন।
এককথায় তিনি ছিলেন একজন সমাজসেবক এবং অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর। হাবিবুর রহমান খোকন মহিনন্দন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। মৃত্যুর সময় তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি সহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।