স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ :
মহিনন্দে তালা ভেঙ্গে রাজন বস্ত্রালয়ে দুর্ধর্ষ চুরি। এসময় নগদ টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পূঁজি হারিয়ে রাজন বস্ত্রালয়ের স্বত্ত¡াধিকারী চানু চন্দ্র দেবনাথের মাথায় হাত।
এব্যাপারে চানু চন্দ্র দেবনাথ গতকাল বুধবার কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।
সরেজমিনে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজলার মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের রাজন বস্ত্রালয়ে গতকাল বুধবার ভোর রাতে দোকানের শাটারের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংগঠিত করে।
এ সময় দোকানে ঢুকে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। সকালে চানু চন্দ্র দেবনাথ দোকানে এসে চুরির বিষয় প্রত্যক্ষ করেন। পরে আশপাশের সকলকে ডেকে অবহিত করেন।
বাজারে কোন পাহারাদার না থাকায় চোর এ সুযোগ পেয়েছে বলে অনেকের ধারণা। এ ব্যাপারে চানু চন্দ্র দেবনাথ কিশোরগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়রি করেছন।