স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বিকালে সবুজ পল্লব ফাউন্ডেশনের উদ্যোগে সদরের মহিনন্দ ইউনিয়নের গালিমগাজী বাজারে শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মো: বোরহান উদ্দীন এর সঞ্চালনায় সমাজসেবক মো: মনজিল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা আজিজুল ইসলাম, ব্যসায়ী মো: জাহাঙ্গীর আলম,সহ: সভাপতি নূরুল আমীন, তানবীর ইসলাম, আসিকুল ইসলাম প্রমুখ।
বক্তারা সমাজের ছাত্রসমাজ, তরুণ ও যুব সমাজকে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চায় উৎসাহী করে ইভটিজিং ও মাদকের মত সমাজ বিধ্বংসী পথ থেকে বিরত রাখার উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া বর্তমান প্রজন্মকে টিকটক প্রজন্মের তকমা গা থেকে সরিয়ে সৃষ্টিশীল ও কর্মমুখী হওয়ার পক্ষে জুড়ালো বক্তব্য রাখেন। পরে এলাকার ৭০টি অভাবগ্রস্থ পরিবারের মাঝে সবুজ পল্লব ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
এ সময় সবুজ পল্লব ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক এন নাহার বলেন, আমাদের আজকের এ উদ্যোগটি হয়তো দেশের সার্বিক অভাবগ্রস্থ মানুষকে সহযোগিতার জন্য খুবই ক্ষুদ্র প্রয়াস। কিন্তু আমরা এর মাধ্যমে পুরো
দেশ ও জাতিকে এই মেসেজ দিতে চাই যে আপনারা যদি প্রতিটা এলাকায় সবাই মিলে এরকম ছোট ছোট উদ্যোগ গ্রহণ করে যার যার এলাকার অভাবগ্রস্থ শীতার্তের সহযোগিতা করেন, তাহলে সবগুলো ছোট উদ্যোগ মিলে পুরো জাতির অভাবগ্রস্থদের শীত নিবারনের জন্য যথেষ্ট হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন।