স্টাফ রিপোর্টার : “বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ” শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ” এই প্রতিপাদ্যে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
গত (২৩ জুন) রবিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের কাশোরারচর গ্রামে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি। এ সময় আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো মহিনন্দ ইউনিয়নে স্থাপিত ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, জেলা কৃষকলীগের সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম, জেলা পরিষদের সাবেক সদস্য সাজ্জাদুল ইসলাম, মহনিন্দ কৃষক লীগের আহ্বায়ক কামাল উদ্দিন, সদর উপজেলা যুব লীগের সভাপতি মনিন্দ্র চন্দ্র মন্টু, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ মিয়া, সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম, সাবেক সহ সভাপতি আবু তৈয়ব, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুব লীগের সহ সভাপতি পারভেজ মিয়া, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রাসেলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।